ডিজিটাল মার্কেটিং কেন #১ স্কিল? জানুন কেন আপনার ডিজিটাল মার্কেটিং শিখা উচিৎ
করোনা পরবর্তী বা করোনা চলাকালীন সময়ে বা জীবনে ভালো কিছু করার জন্য বা ভবিষ্যতের জন্য কোন কাজ শিখলে ভালো হবে সেটা জানতে চান? আপনি বিশ্বাস করেন বা না করেন, আপনার ভালো লাগুক বা না লাগুক Digital Marketing হল #১ দক্ষতা যা আপনাকে অন্য সবার থেকে আলাদা বানাবে, অন্য সবার থেকে এগিয়ে রাখবে, আপনাকে অন্তত কাজের অভাবে বা টাকার অভাবে কষ্ট পেতে হবেনা – ইন শা আল্লাহ্।
Digital Marketing এমন একটি কাজ বা দক্ষতা যা জানলে বা শিখা থাকলে আপনি যে কোন সময় যে কোন কোম্পানির জন্য কাজ করে আয় করতে পারবেন, অথবা নিজের ব্যবসা কে অনলাইনে প্রমোট করে আয় করতে পারবেন, বা নিজেই নিজের ব্যবসা শুরু করে প্রচুর টাকা আয় করতে পারবেন। যেখানে অন্য পেশার মানুষরা কাজ পেতেও পারে আবার না পেতে পারে এই করোনাতে, কিন্তু একজন ডিজিটাল মার্কেটার ছাড়া সে কোন ভাবেই তার ব্যবসাকে সামনে নিয়ে জেতে পারবেনা, কারণ এই করোনার মধ্য একজন ব্যবসায়ীর মূল টার্গেট হল কম খরচে তার ব্যবসাকে টিকিয়ে রাখা, রাইট? আর তাই সে চাইবে কোন ভাবে একটা ওয়েবসাইট ডিজাইন করে তার ব্যবসাকে রান করানো। কিন্তু একজন মার্কেটের ছাড়া তার ব্যবসা চালানু সম্ভব না।
আমার কথা বিশ্বাস করার দরকার নাই, নিজের বিবেক, চিন্তা বা নিজের মনকে প্রশ্ন করুন বা অনলাইনে অনেক রিসোর্স আছে পড়াশুনা করুন তাহলে আমার কথার সত্যতা যাচাই করতে পারবেন।
ডিজিটাল মার্কেটিং কেন #১ স্কিল?
- এটি তারাতারি শিখা যায় অন্য স্কিল এর তুলনায়
- যে বেক্তি মার্কেটিং বা সেলস এর কাজ জানে সে কখনও অভাবে পরেনা বা অভাবে থাকেনা
- যে কেউ এটা সহজে শিখতে পারে
- আপনি অনলাইনে এফিলিয়েট মার্কেটিং বা সিপিএ মার্কেটিং করে আয় করতে পারবেন
- আপনি নিজের জন্য ই কমার্স ওয়েবসাইট করে পণ্য বিক্রি করে আয় করতে পারবেন
- নিজের ব্লগ সাইট বানিয়ে গুগল এডসেন্স এর মাধ্যমে আয় করতে পারবেন
- যে কোন কোম্পানির জন্য কাজ করে আয় করতে পারবেন
- Upwork, Fiverr, Freelancer এ কাজ করে আয় করতে পারবেন
- Digital Marketing Agency করে আয় করতে পারবেন
- নিজে কাজ না করেই পেসিভ আয় করা যায়
- সারা জীবন কাজ করতে হবেনা, নিজের যদি ৪-৫ টা ওয়েবসাইট থাকে তাহলে সেগুলু থেকে আজীবন আয় করা যায়
- ফেচবুক এ এড রান করে আপনার যে কোন পণ্য বিক্রি করতে পারবেন
ডিজিটাল মার্কেটিং কোন কাজটি শিখলে আপনার জন্য ভালো হবে?
ডিজিটাল মার্কেটিং একটি বিশাল বিষয়, যার অনেক গুলু শাখা ও প্রশাখা আছে, তবে আপনাকে টার মধ্য থেকে আপনার যে কোন একটি বা ২ টি বিষয়ে আপনাকে বেশী নজর দিতে হবে বা দক্ষ হতে হবে। ডিজিটাল মার্কেটিং এর বেস্ট কয়েকটি টার্ম আপনাদের সামনে তুলে ধরা হল।
- Affiliate Marketing
- CPA Marketing
- SEO = Search Engine Optimization
- SEM = Search Engine Marketing
- SMM = Social Media Marketing
- Google Search, Display, Shopping, Video Ads
- Facebook Ads
- Video Marketing
- Email Marketing
- Blogging
এ ছাড়াও আরও অনেক আছে, তবে আপনাকে যে কোন একটা বিষয়ে ভালো হতে হবে, ভালো দক্ষতা অর্জন করতে হবে, তাহলেই আপনি অনলাইনে ভালো আয় করতে পারবেন।
ডিজিটাল মার্কেটিং শিখে কত টাকা আয় করতে পারবেন?
ডিজিটাল মার্কেটিং শিখে আপনি কত আয় করতে পারবেন, তার নির্দিষ্ট কোন হিসাব নেই, তবে আমি দেখেছি অনেক ডিজিটাল মার্কেটের যার দৈনিক আয় হল ২০ হাজার ডলার এর উপরে, আমি তার একাউন্টের একটা স্ক্রিনশট শেয়ার করলাম আপনাদের সাথে। তাহলে চিন্তা করুন, এর থেকে ও বেশী আয় করে এমন অনেক বেক্তি আছে বিশ্বে।
ডিজিটাল মার্কেটিং শিখতে কতদিন লাগতে পারে?
সত্যি বলতে এটা সম্পূর্ণ একজন বেক্তির কর্ম স্পৃহা, দক্ষতা, ইংরেজির দক্ষতা, কত সময় ধরে এটা পড়ছে, কত সময় এটার পিছনে দিচ্ছে এমন আরও অনেক গুলো বিষয়ের উপরে নির্ভর করে। তবে কোন একটা বিষয়ে দক্ষ হতে ৩-৪ মাস সময়ই যথেষ্ট হবে। কারণ এটার উপরে গুগল ও ইউটিউবে অনেক রিসোর্স রয়েছে।
কোথাই থেকে ডিজিটাল মার্কেটিং টা শিখব?
ডিজিটাল মার্কেটিং শিখার জন্য সব থেকে বেস্ট জায়গা টা হল গুগল ও ইউটিউব, তবে এখান থেকে শিখা তা অনেক কষ্টসাদ্য ও সময় সাপেখ্য ব্যাপার। কারণ এখানে সব কিছু সাজানু গুছানু আকারে থাকেনা ও সব কিছু স্টেপ বাই স্টেপ দেয়া থাকেনা, তাই কোনটার পরে কি করতে হবে তা বুঝা টা কষ্টের হয়ে পরে নতুনদের জন্য। আর তাই…
এই করোনার সময়ের কথা বিবেচনা করে, আপনাকে এগিয়ে রাখতে, আপনাকে কাজের মধ্যে রাখতে আমি সাজিয়েছি একটি অদম্য Digital Marketing কোর্স, যা আপনাকে শুধু অনলাইনে আয় করতেই সাহায্য করবেনা, পাশাপাশি আপনাকে করে তুলবে দক্ষ, স্মার্ট, ও সফল ১০০%, ইন শা আল্লাহ্।
আমি বিগত ৯-১০ বছর যাবত এই ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছি, আলহামদুলিল্লাহ। প্রতিদিন নতুন কিছু শিখছি, জানছি, পড়ছি আর তা আপনাদের সাথে সেটা শেয়ার করছি। যে কোন কাজ শিখে সফল হওয়ার সব থেকে বড় উপায় হল, যে ইতিমধ্যে সে কাজে সফল তাকে অনুসরন করা বা তার থেকে শিখা। যেমন ডাক্তারি পাস করার পরে, একজন ডাক্তার কে বড় ডাক্তার এর সাথে থেকে ইন্টারনি করতে হয়, একজন কন্ট্রাক্টর এর সাথে থেকে অন্য একজন বেক্তি কে কন্ট্রাক্টর হোতে হয় বা মিস্ত্রি কাজ শিখতে হয়, ঠিক সেই ভাবে একজন সফল ডিজিটাল মার্কেটের এর সাথে থেকে আপনাকে ডিজিটাল মার্কেটিং শিখতে হবে, তাহলে আপনি দ্রুত সফল হতে পারবেন। আমি যেহেতু বিগত ৯-১০ বছর যাবত কাজ করছি, অনেক চড়াই উৎরাই পার হয়ে আজ অব্দি এসেছি, তাই অনেক অভিজ্ঞতা র সফলতা ও বিফলতা রয়েছে, আমাকে ফলো করলে হয়ত আমার ভুল গুলু আপনাকে করতে হবেনা।
তাই আমার এই কোর্স টা হতে পারে আপনার জন্য একটি লাইফ চেনজিং কোর্স।
এই কোর্স এর ফী কত?
আপনি অনলাইনে অনেক কোর্স পাবেন, আমার কোর্স নেয়ার আগে অবশ্যয় আমি সাজেস্ট করি, অন্য কোর্স গুলো সম্পর্কে একটু জেনে যেটা ভালো মনে হবে আপনার কাছে আপনি সেটাতেই জয়েন করেন, সবাই ভালো শিখাই, যার কাছ থেকে পারেন, শিখেন, কোন সমস্যা নাই, কারণ জ্ঞান অর্জনের কোন বিকল্প নেই, তবে জেনে শুনে বুঝে যেটা আপনার কাছে সব থেকে ভালো মনে হবে সবার আগে আপনি সেটাতে জয়েন করেন, এটাই আপনার জন্য বেস্ট হবে।
আমি আমার কোর্স এর ফী রেখেছি ১০,০০০/- দশ হাজার টাকা। যা একটি ৪০ হাজার টাকা দামের কোর্স। বিশ্বাস না হলে কোর্স এর কনটেন্ট + বাজারে অন্য কোর্স গুলোর দামের সাথে মিলিয়ে নিন তাহলেয় বুজতে পারবেন। তবে শুধু আপনাদের কথা বিবেচনা করে আপনি এটির ফি নির্ধারণ করেছি শুধু মাত্র ১০,০০০/- টাকা। যা চাইলে আপনি ২ ভাগে ও দিতে পারেন। সাথে আছে ২৪ ঘণ্টার মধ্যে পুরা মানি ব্যাক গেরেন্টি।
তাই কোন চিন্তা ছাড়াই আপনি এই কোর্স এ জয়েন করতে পারেন। কোর্স নেয়ার পরে ২৪ ঘণ্টার মধ্যে যদি মনে হয়, এই কোর্স এর কনটেন্ট ভালো না, এই কোর্স আপনার জন্য না তাহলে আপনি আমাদের কে জানালে আমরা সাথে সাথে আপনার পুরা টাকা আপনাকে দিয়ে দিব।
তবে এই ১০,০০০/- টাকার কোর্স আগামি ডিসেম্বর এর ১৫ তারিখের আগে যারা ভর্তি হবে তাদের জন্য ৩০% ডিস্কাউন্ট (ওয়েবসাইট এর উদ্ভদনি অফার), তার মানে কোর্স ফি অনলি ৭০০০/- টাকা।
এই কোর্স এ কিভাবে এনরোল করব?
এখানে ক্লিক করুন – ক্লিক মি – এবার আপনি যে পেজ পাবেন, সেখানে আপনি ADD TO CART বাটন টিতে ক্লিক দিন, তারপরে Proceed To Checkout বাটন টি ক্লিক করুন। তারপরে ওই পেজ এ একাবারে নিছে গিয়ে কত টাকা পেমেন্ট করতে বলে সেতা দেখুন। যে বিকাশ নাম্বার দেয়া আছে, সেটাতে ৭,১০০/- বিকাশ করুন। করার পরে, ওই ফর্ম টিতে আপানার নাম, এড্রেস, ফোন নাম্বার, সব ফিল করুন, তারপরে, বিকাশ করার পরে যে Transaction ID টা পেয়েছেন, সেটা বসান র যে নাম্বার থেকে বিকাশ করেছেন সেটাও বসান, তারপরে Submit বাটন এ ক্লিক দেন, বাস শেষ আপনার কাজ। আমরা চেক করে আপনাকে কোর্স এ এনরোল করে দিলে আপনি ক্লাস দেখা শুরু করতে পারবেন।কোর্স টি ৭০০০ টাকায় কিনতে এই কুপন কোডটি ব্যবহার করুন – LaunchDiscount