...
Back

Learn with passion to live with purpose.

Coders Heaven এর যাত্রা শুরু হয় 2013 সালের February মাস থেকে। শুরুটা একটা ভাঙ্গা চেয়ার ও টেবিলে হলেও, এখন আপনাদের অনেকের কাছে এইটা স্বপ্নের সমান। Coders Heaven শুরু থেকেই চেষ্টা করছে কিভাবে সারা বাংলাদেশের ইয়াং জেনারেশনদেরকে প্রিমিয়াম স্কিলগুলো ফ্রিতেই শেখার মাধ্যমে নিজের জন্য, পরিবারের জন্য এবং সর্বোপরি দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারে। সেই লক্ষ্য এবং উদ্দেশ্য অর্জনের জন্য Coders Heaven IT একাধিক প্রিমিয়াম স্কিল ফ্রিতে প্রোভাইড করছে এবং আরও কিছু দারুন দারুন কোর্স আসতে চলেছে…

আমাদের সবচেয়ে ভালো লাগার মুহুর্ত হলো, যখন কোন Student আমাদের Message করে বলে, আপনাদের কোর্সগুলো আসলেই World Class এবং এর আগে আমি অনেক জায়গায় কোর্স করে এমন সুন্দর অনুভুতি হয়নি, তখন আমারা নিজেদের কষ্টকে সার্থক মনে করি। আমাদের আরও একটা মজার এবং ভালোবাসার জায়গা, আমাদের Workstation. আমাদের প্রতিটা Team Member অসাধারন এবং যতক্ষন তারা আমাদের সাথে থাকে অনেক হাসি আনন্দ মজার সাথে কাজগুলো উপভোগ করে।

Coders Heaven IT, আমাদের সাফল্য শুধুমাত্র সংখ্যায় সীমাবদ্ধ নয়, এটি আমাদের শিক্ষার্থীদের প্রতিটি অর্জন ও সফলতার সাথে যুক্ত। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে একজন স্কিলফুল ব্যক্তি বিভিন্ন ভাবে উপকৃত হতে পারে।

তাই আমাদের প্রতিটি কোর্স শুধুমাত্র শেখার উদ্দেশ্যে নয়; এটি এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে আপনি সেই স্কিলকে আপনার নিজের বিজনেসে এপ্লাই করতে পারেন এবং নিজের জন্য কিছু করতে পারেন।

আমাদের শিক্ষার্থীদের রিভিউই প্রমাণ করে যে আমরা যা করতে চেয়েছি, তা করতে পেরেছি। আমরা আমাদের স্টুডেন্টদের ভিতর থেকে টপ ট্যালেন্ট গুলো আমাদের টিমের সাথে যুক্ত করি, যেখানে সম্পর্কগুলো হয় পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও ত্রিমাত্রিক বন্ধনে গড়া। আমরা বিশ্বাস করি স্বপ্ন দেখতে এবং সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করতে, আর এই বিশ্বাস আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যায়।

62000
YouTube Subscribers
300
Classes Complete
100
Students Enrolled
6000
Followers
Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.