শুধু মাত্র ৫০০ টাকায়... এফিলিয়েট অফার ফেসবুক এ ১০০% ফ্রি তে প্রমোট করে কিভাবে প্রতিদিন ২০ ডলার আয় করবেন তা শিখুন (লাইভ প্রমান সহ)...
"এবার ফেসবুকে ২-৩ ঘণ্টা ফ্রি মার্কেটিং করে প্রতিদিন ২০-৩০ ডলার আয় করার কৌশল শিখুন মাত্র ৫ টি ক্লাস এ..."
আপনি যদি এফিলিয়েট মার্কেটিং এ নতুন হয়ে থাকেন তাহলে এফিলিয়েট মার্কেটিং কি, কেন, কিভাবে আর এফিলিয়েট মার্কেটিং আপনার জন্য পারফেক্ট কিনা সেটা বুঝতে হবে সবার প্রথমে। আর সেই কথা মাথায় রেখে আমি আপনাদের জন্য এই কোর্স টি সাজালাম। তারমানে আপনাকে ১০ হাজার, ২০ হাজার টাকা খরচ করে হতাশ হয়ে এফিলিয়েট মার্কেটিং ছেড়ে দিতে হবেনা। আপনি শুধু মাত্র ৫০০ টাকায় পুরো জিনিস টা সঠিক ভাবে বুঝতে পারবেন আর কাজ শুরু করতে পারবেন। ইন শা আল্লাহ।
আপনি কি অনেক দিন ধরে এফিলিয়েট মার্কেটিং বা সিপিএ মার্কেটিং করে আয় করার চেষ্টা করে ও ব্যার্থ হয়েছেন? পেইড মার্কেটিং বা ফ্রি দুইটাই চেষ্টা করে হতাশ হয়ে গেছেন? তাহলে আপনি এটা পড়ুন, আমি নিশ্চিত এটা আপনার কাজে আসবে - ইন শা আল্লাহ।
বেশ কিছুদিন যাবত আমি ফেসবুক কে ব্যবহার করে আমার এফিলিয়েট অফার এ ভিসিটর নিয়ে আসার চেষ্টা করে যাচ্ছিলাম। প্রতিদিন সকাল বিকাল বিভিন্ন নতুন নতুন ফেসবুক গ্রুপ এ জয়েন করতাম, আর প্রতিদিন আমার এফিলিয়েট লিংক টা পোস্ট করার চেষ্টা করতাম। কোন গ্রুপ এ আমার পোস্ট টি এপ্রুভ হত আবার কোন গ্রুপ এ হতনা। আবার কোন গ্রুপ থেকে আমাকে ব্যান করে দিত। কিন্তু সারাদিন কষ্ট করে এত পোস্ট করার পরেও একটা সেল ও পেতাম না। মাঝে মধ্যে ২ – ১ টা সেল পেয়ে যেতাম কিন্তু তাতে আমার কিছুই হচ্ছিলনা।
নিছে আমার সেই আগের কিছু ফ্রি মার্কেটিং এর পোস্ট এর নমুনা দেয়া হল।
এই ধরনের বিজ্ঞাপন ফেসবুক বা ইন্সটাগ্রাম এ ভালো কাজ করেনা বা করবেনা। কারণ মানুষ বিজ্ঞাপন দেখতে পছন্দ করেন আর কোনদিন করবেওনা... মানুষ সোস্যাল মিডিয়াতে আসে টাইম পাস করতে, কিছু কিনতে না...
তাই তার কাছে কিছু ডাইরেক্ট বিক্রি না করে তাকে ভেল্যু বা উপকারি তথ্য দেন যা তার উপকারে আসবে বা যা সে পছন্দ করবে এমন আর এর দ্বারা তার সাথে আপনার একটি সুসম্পর্ক গড়ে উঠবে তখন আপনি তাকে যা সাজেস্ট করবেন সে সেটাই কিনবে তার লাভের জন্য আপনাকে আয় করে দেয়ার জন্য না...
কারণ তাকে আপনি যে তথ্য দিচ্ছেন সে তথ্যের মধ্যে আপনি তাকে কোন পন্য রিকমেন্ড করছেন কোন কিছু কিনার জন্য ডাইরেক্ট প্রস্তাব দিচ্ছেন না। আর এভাবেই আপনার এফিলিয়েট অফার এর বিক্রি বাড়বে। আমার উপরের পোস্ট টি ছিল বিজ্ঞাপন এর মত তাই মানুষ এটাতে কোন লাইক, কমেন্ট করেনি, কখনও করবেওনা...
ইংরেজিতে একটা কথা আছে - HARD WORK PAYS OFF, এটার অর্থ হল পরিশ্রম সৌভাগ্যের প্রসুতি... কথাটা আসলে কতটা সত্য? আমি তো মনে করি কথাটা পুরোপুরি সত্য না। কারণ যথাযত পরিশ্রম হল সৌভাগ্যের প্রসুতি। অর্থাৎ আপনি যদি ভুল পথে, ভুল ভাবে, ভুল যায়গায় কাজ করেন তাহলে আপনি কোন দিন ও সফল হতে পারবেন না? আপনি কি আমার কথার সাথে একমত পোষণ করেন? কারণ আপনি যদি একটি ছাগল দিয়ে আপনার জমি চাষ করতে চান তাহলে আপনি পারবেন না। কারণ ছাগল দিয়ে এই কাজ হবেনা।
তাই যেই কাজ যেভাবে করলে কাজে আসবে, পরিশ্রম টা কাজে আসবে ঠিক সেই বিষয় টা সেভাবে করার জন্য পরিশ্রম করতে হবে। তাহলেই শুধুমাত্র ফল পাওয়া যাবে।
যেমন ...
দেখলেন তো এত কষ্ট করে দেয়া পোস্ট এ কেও কোন কমেন্ট, লাইক বা শেয়ার করেনায়… যেখানে কেও একটা লাইক, কমেন্ট ও শেয়ার ই দিলনা সেখানে সে পোস্ট এর লিংক থেকে কোন সেল আসবে তা চিন্তা করাটা বোকামি। সেল পাওয়ার পূর্বশর্ত হল আগে আপনাকে আপনার লেন্ডিং পেজ বা অফার পেজ এ প্রচুর পরিমান টার্গেটেড কাস্টমার আনতে হবে। তাহলেই আপনার বিক্রি বা লিড বেশী পাবেন। কিন্তু আপনি যদি ট্রাফিক ই নিয়ে আস্তে না পারেন আপনার পেজ এ তাহলে কিভাবে আপনার অফার টি বিক্রি হবে?
সুতরাং তখন আমার অবস্থা ছিল এমন...
তাহলে আমি কি ফেসবুকে ফ্রি মার্কেটিং করে আয় করা চিন্তা ভুলে গিয়ে এটা থেকে সরে এসেছিলাম?
উত্তর হল... না
আমি কিছুটা হতাশ হলাম এবং ভাবতে লাগলাম হয়ত ফ্রি মার্কেটিং কখনই কাজ করেনা বা করবেনা। তাই ফ্রি মার্কেটিং ছেড়ে দিয়ে আমি আমার পেইড মার্কেটিং এ আবারো ফিরে যাওয়ার চিন্তা করলাম। কিন্তু এরি মধ্যে আমি রাসেল ব্রানসন এর একটি কোর্স কিনার সিদ্ধান্ত নিলাম এবং ১০০ ডলার খরচ করে সেই কোর্স টি কিনে নিয়ে সেটি সফল ভাবে সম্পন্ন করলাম তারপরে তার ওই কোর্স থেকে যে টিপস ও ট্রিকস গুলো শিখেছিলাম ফ্রি মার্কেটিং করার ফেসবুক ও ইন্সটাগ্রাম কে ব্যবহার করে সেগুলো এপ্লাই করা শুরু করলাম। শুধুমাত্র প্রথম ৩ দিনের মাথায় আমি ফ্রি মার্কেটিং থেকে আয় করতে শুরু করলাম অর্থাৎ আমার এফিলিয়েট অফার এ সেল দেখতে পেলাম। তাই চিন্তা করলাম যতই জানিনা কেন একজন মেন্টর কিন্তু দরকার পরে। একজন মেন্টর এর গাইড লাইন ছাড়া যে কোন কাজে সফল হওয়াটা শুধু মাত্র কঠিন ই না বরং অসম্ভব ও।
সেদিন তার কোর্স টা না কিনলে হয়ত আমি কোনদিন ও জানতে পারতাম না ফ্রি মার্কেটিং করে ও যে পেইড মার্কেটিং থেকে অনেক বেশি আয় করা যায়।
তার একটা ছোট্ট প্রমান নিচের ছবিটি দেখুন...
তারপরেও যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে একটা ভিডিও করে একদিন দেখাব - ইন শা আল্লাহ...
ভাই সঠিক ভাবে কাজ করলে এই লাইনে শুধু যে কোন পেশায় ভালো ফল পাওয়া যায়।
তার কোর্স থেকে আমি শিখতে পারলাম যে শুধুমাত্র নিজের ফেসবুক প্রোফাইল ব্যবহার করে কিভাবে ফ্রি তে প্রতিদিন অনেক টার্গেটেড ট্রাফিক আনা যায় আর প্রতিনিয়ত আয় করা যায় ১ টা টাকাও খরচ করা ছাড়া। তার কোর্স থেকে আমি এটা ও বুঝতে পেরেছি একজন মেন্টর কতটা গুরুত্বপূর্ণ, এবং এ কথা সে নিজেও বলেছিল, সে নিজেও আজকে একজন সেরা মার্কেটার হতে পেরেছে তার মেন্টর এর কারণে।
তাই নিজে নিজে ১০ বছর চেষ্টা করে সফল হওয়ার চেয়ে কোন একজন মেন্টর এর অধিনে থেকে ১ বছরে সফল হওয়াটা অনেক বেশি সহজ। কারণ আপনি যে ভুল গুলো এখন করছেন বা করবেন সেই সমস্ত ভুল গুলো আপনার মেন্টর অনেক আগেই করে এসেছে। অর্থাৎ আপনি যে রাস্তা দিয়ে হাঁটা শুরু করেছেন সে রাস্তা দিয়ে আপনার মেন্টর অনেক আগেই হেঁটে চলে আসছে। তাই আপনাকে সেই রাস্তার বাধা আর ভুল গুলো তার কাছে মুখস্ত তাই আপনার ভুল গুলো নিজেকে কষ্ট করে আর খুজে বের করতে হবেনা কারণ আপনার মেন্টর জানে কোন রাস্তায় কি আছে আর আপনি সে বাধা গুলো কিভাবে অতিক্রম করবেন সেটা। যেমন আমি রাসেল ব্রানসন এর কোর্স টা না কিনলে হয়ত জানতেয় পারতাম না ফেসবুকের ফ্রি মার্কেটিং কিভাবে জেনেরেট করতে হয়।
ফেসবুক এ ফ্রি মার্কেটিং করে আয় করতে চান আমি যেভাবে করি ঠিক সেভাবে?
এই বিষয় টা মাথায় নিয়ে ই আমি এই ছোট কোর্স টি সাজিয়েছি। এই কোর্স এ আমি আপনাদের কে দেখাবো কীভাবে ফ্রি মার্কেটিং করে তাও আবার শুধুমাত্র আপনার ফেসবুক প্রোফাইল টি ব্যবহার করে কিভাবে আপনি প্রতিদিন শত শত ভিসিটর আপনার ওয়েবসাইটে নিয়ে আসবেন। আর কিভাবে তাদের কাছে আপনার প্রোডাক্ট গুলো সেল করবেন ১০০% ফ্রি তে ১ টাকা ও খরচ করা ছাড়া। তার মানে দাড়ালো আমরা এতদিন জানতাম সিপিএ বা এফিলিয়েট অফার গুলো পেইড মার্কেটিং ছাড়া সেল করে আয় করাটা অনেক টা অসম্ভব। কিন্তু অসম্ভব বলতে কিছু নেই আর সেই জিনিসটাই আমি আপনাদের কে দেখাবো এই কোর্সে যা আমি রাসেল ব্রানসন থেকে শিখেছি।
এখন প্রশ্ন হল এই কোর্সে আপনি কি কি শিখতে পারবেন?
১। নিজের ফেসবুক প্রোফাইল ব্যবহার করে কিভাবে টার্গেটেড ট্রাফিক জেনেরেট করবেন।
২। ফেসবুক গ্রুপ ব্যবহার করে কিভাবে আয় করবেন
৩। ফেসবুক পেজ ব্যবহার করে কিভাবে আয় করবেন
৪। ইন্সটাগ্রাম ব্যবহার করে কিভাবে আয় করবেন
৫। কিভাবে এফিলিয়েট অফার পছন্দ করবেন
৬। কিভাবে অপ্ট-ইন পেজ বানাবেন
৭। কিভাবে ইমেইল অটোরেস্পন্ডার সেট আপ করবেন
৮। কিভাবে এই পেইড মার্কেটিং করে আয় করবেন
৯। কিভাবে ট্রেকিং করবেন
১০। কিভাবে ডোমেইন হোস্টিং কিনবেন ও ওয়ার্ডপ্রেস ইন্সটল করবেন
যারা ইতিমধ্যে এই কোর্স টি সফলভাবে শেষ করেছে তারা কি বলছে এই কোর্স সম্পর্কে... চলুন জেনে নেয়া যাক।
এই কোর্স মূলত কাদের জন্য? আপনি একজন সফল এফিলিয়েট মার্কেটার বা একজন এফিলিয়েট মার্কেটিং বিগিনার এই কোর্স আপনার জন্য। কারণ এই কোর্সে আমি এমন কিছু টিপস, ট্রিকস ও এফিলিয়েট মার্কেটিং মার্কেটিং এর ফর্মুলা দেখিয়েছি যা একজন এক্সপার্ট কে হেল্প করবে আরও এক্সপার্ট হতে ও আরও বেশী আয় করতে আর একজন বিগিনার কে হেল্প করতে এই পথে তার যাত্রা শুরু করতে। আর একজন নতুন যে সিদ্ধান্ত নিতে পারছেনা সে কি এফিলিয়েট মার্কেটিং করবে নাকি অন্য কিছু বা এফিলিয়েট মার্কেটিং তার জন্য কতটুকু সহজ হবে এই কোর্স হতে পারে তাদের সেই সব প্রশ্নের উত্তর।
তার থেকেও বড় কথা হল, এই কোর্সের ফি মাত্র – ১০০০ টাকা তবে সীমিত সময়ের জন্য ৫০০ টাকা করা হয়েছে যাতে যে কোন ব্যাক্তি এই কোর্সে এ অংশগ্রহন করতে পারে।
এই কোর্সের সাথে আপনি কি কি পাবেন?
১। ১০০+ সিপিএ এফিলিয়েট মার্কেটিং এর লেন্ডিং পেজ
২। ফেসবুক গ্রুপ এ লাইফ টাইম সাপোর্ট
৩। নতুন কিছু আসলে সে অনুযায় কোর্স আপডেট
৪। সম্পুর্ন এফিলিয়েট মার্কেটিং এর কোর্স ১০০% ফেসবুকের ফ্রি ট্রাফিক দিয়ে
এই কোর্সের ফি নির্ধারন করা হয়েছ ১০০০ টাকা...
তবে যারা এই মাসের মধ্যে জয়েন করবে তাদের জন্য শুধুমাত্র ৫০০/- টাকা...
এই কোর্সে এ জয়েন হওয়ার জন্য পেমেন্ট করার নিয়ম।
নিচের দেয়া বিকাশ বা নগদ নাম্বারে ৫১০/- পাঠিয়ে, নিচে দেয়া ফেসবুক আইডি তে আপনি যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন সেটি উল্লেখ করে দিলে পরবর্তি ২৪ ঘণ্টার মধ্যে আপনাকে কোর্সের ভিডিও লিংক পাঠানো হবে - ইন শা আল্লাহ।
Facebook ID of Farhad Hossen - https://www.facebook.com/farhad.dedicated/
Phone Number - 01840217176
Bkash/Nogod/Rcoket Number - 01840217176 (Personal)
এই নাম্বারে কথা বলে বা টাকা পাঠিয়ে ফরহাদ স্যার কে মেসেজ দিন ভর্তি কনফার্ম করার জন্য।
এই ৫ টি করার পরে আপনি আজকে থেকেই এফিলিয়েট মার্কেটিং এর কাজ টি দক্ষতার সাথে একজন এক্সপার্ট এর মত শুরু করতে পারবেন আর আয় ও করতে পারবেন, ফেসবুক, বিং বা গুগলে ১ টাকা ও খরচ করা ছাড়া। তাই আর দেরি না করে এখন এ শুরু করতে উপরের বাটন এ ক্লিক দিয়ে কোর্স টি কিনে ফেলুন।
ধন্যবাদ
ফরহাদ
সিইও
কোডার্স হেভেন আইটি