Overview
বেশ কিছুদিন যাবত আমি ফেসবুক কে ব্যবহার করে আমার এফিলিয়েট অফার এ ভিসিটর নিয়ে আসার চেষ্টা করে যাচ্ছিলাম। প্রতিদিন সকাল বিকাল বিভিন্ন নতুন নতুন ফেসবুক গ্রুপ এ জয়েন করতাম, আর প্রতিদিন আমার এফিলিয়েট লিংক টা পোস্ট করার চেষ্টা করতাম। কোন গ্রুপ এ আমার পোস্ট টি এপ্রুভ হত আবার কোন গ্রুপ এ হতনা। আবার কোন গ্রুপ থেকে আমাকে ব্যান করে দিত। কিন্তু সারাদিন কষ্ট করে এত পোস্ট করার পরেও একটা সেল ও পেতাম না। মাঝে মধ্যে ২ – ১ টা সেল পেয়ে যেতাম কিন্তু তাতে আমার কিছুই হচ্ছিলনা।
নিছে আমার সেই আগের কিছু ফ্রি মার্কেটিং এর পোস্ট এর নমুনা দেয়া হল।
এই ধরনের এড ফেসবুক বা ইন্সটাগ্রাম এ ভালো কাজ করেনা বা করবেনা। কারণ মানুষ বিজ্ঞাপন দেখতে পছন্দ করেন তারা ভেল্যু বা উপকারি তথ্য পেতে পছন্দ করে আর তার বিনিময়ে তারা আপনাকে পেমেন্ট করবে কারণ তাকে আপনি যে তথ্য দিচ্ছেন সে তথ্যের মধ্যে আপনি তাকে কোন পন্য রিকমেন্ড করবেন এভাবেই আপনার পন্য বিক্রি হবে কিন্তু কোন বিজ্ঞাপন দিয়ে হবেনা। আমার উপরের পোস্ট টি ছিল বিজ্ঞাপন এর মত তাই মানুষ এটাতে কোন লাইক, কমেন্ট করেনি তাই কিনার ও প্রশ্ন আসেনা।
দেখলেন তো এত কষ্ট করে দেয়া পোস্ট এ কেও কোন কমেন্ট, লাইক বা শেয়ার করেনায়… যেখানে কেও একটা লাইক, কমেন্ট ও শেয়ার ই দিলনা সেখানে সে পোস্ট এর লিংক থেকে কোন সেল আসবে তা চিন্তা করাটা বোকামি। সেল পাওয়ার পূর্বশর্ত হল আগে আপনাকে আপনার লেন্ডিং পেজ বা অফার এ প্রচুর পরিমান টার্গেটেড কাস্টমার আনতে হবে। তাহলেই আপনার বিক্রি বা লিড বেশী পাবেন। কিন্তু আপনি যদি ট্রাফিক ই নিয়ে আস্তে না পারেন আপনার পেজ এ তাহলে কিভাবে আপনার অফার টি বিক্রি হবে?
আমি কিছুতা হতাশ হলাম এবং ভাবতে লাগলাম হয়ত ফ্রি মার্কেটিং কখনই কাজ করেনা বা করবেনা। তাই ফ্রি মার্কেটিং ছেড়ে দিয়ে আমি আমার পেইড মার্কেটিং এ আবারো ফিরে যাওয়ার চিন্তা করলাম। কিন্তু এরি মধ্যে আমি রাসেল ব্রানসন এর একটি কোর্স কিনার সিদ্ধান্ত নিলাম এবং ১০০ ডলার খরচ করে সেই কোর্স টি কিনে নিয়ে সেটি সফল ভাবে সম্পন্ন করলাম তারপরে তার ওই কোর্স থেকে যে টিপস ও ট্রিকস গুলো শিখেছিলাম ফ্রি মার্কেটিং করার ফেসবুক ও ইন্সটাগ্রাম কে ব্যবহার করে সেগুলো এপ্লাই করা শুরু করলাম। শুধুমাত্র প্রথম ৩ দিনের মাথায় আমি ফ্রি মার্কেটিং থেকে আয় করতে শুরু করলাম অর্থাৎ আমার এফিলিয়েট অফার এ সেল দেখতে পেলাম। তাই চিন্তা করলাম যতই জানিনা কেন একজন মেন্টর কিন্তু দরকার পরে। একজন মেন্টর এর গাইড লাইন ছাড়া যে কোন কাজে সফল হওয়াটা শুধু মাত্র কঠিন ই না বরং অসম্ভব ও।
তার কোর্স থেকে আমি শিখতে পারলাম যে শুধুমাত্র নিজের ফেসবুক প্রোফাইল ব্যবহার করে কিভাবে ফ্রি তে প্রতিদিন আয় করা যায়। তার কোর্স থেকে আমি এটা ও বুঝতে পেরেছি একজন মেন্টর কতটা গুরুত্বপূর্ণ, এবং এ কথা সে নিজেও বলেছিল, সে নিজেও আজকে একজন সেরা মার্কেটার হতে পেরেছে তার মেন্টর এর কারণে।
তাই নিজে নিজে ১০ বছর চেষ্টা করে সফল হওয়ার চেয়ে কোন একজন মেন্টর এর অধিনে থেকে ১ বছরে সফল হওয়াটা অনেক বেশি সহজ। কারণ আপনি যে ভুল গুলোএখন করছেন বা করবেন সেই সমস্ত ভুল গুলো আপনার মেন্টর অনেক আগেই করে এসেছে। অর্থাৎ আপনি যে রাস্তা দিয়ে হাঁটা শুরু করেছেন সে রাস্তা দিয়ে আপনার মেন্টর অনেক আগেই হেঁটে চলে আসছে। তাই আপনাকে সেই রাস্তার বাধা গুলো নিজেকে কষ্ট করে খুজে বের করতে হবেনা কারণ আপনার মেন্টর জানে কোন রাস্তায় কি আছে আর আপনি সে বাধা গুলো কিভাবে অতিক্রম করবেন সেটা। যেমন আমি রাসেল ব্রানসন এর কোর্স টা না কিনলে হয়ত জানতেয় পারতাম না ফেসবুকের ফ্রি মার্কেটিং কিভাবে জেনেরেট করতে হয়।
এই বিষয় টা মাথায় নিয়ে ই আমি এই ছোট কোর্স টি সাজিয়েছি। এই কোর্স এ আমি আপনাদের কে দেখাবো কীভাবে ফ্রি মার্কেটিং করে তাও আবার শুধুমাত্র আপনার ফেসবুক প্রোফাইল টি ব্যবহার করে কিভাবে আপনি প্রতিদিন শত শত ভিসিটর আপনার ওয়েবসাইটে নিয়ে আসবেন। আর কিভাবে তাদের কাছে আপনার প্রোডাক্ট গুলো সেল করবেন ১০০% ফ্রি তে ১ টাকা ও খরচ করা ছাড়া। তার মানে দাড়ালো আমরা এতদিন জানতাম সিপিএ বা এফিলিয়েট অফার গুলো পেইড মার্কেটিং ছাড়া সেল করে আয় করাটা অনেক টা অসম্ভব। কিন্তু অসম্ভব বলতে কিছু নেই আর সেই জিনিসটাই আমি আপনাদের কে দেখাবো এই কোর্সে যা আমি রাসেল ব্রানসন থেকে শিখেছি।
এই কোর্স মূলত কাদের জন্য? আপনি একজন সফল এফিলিয়েট মার্কেটার বা একজন এফিলিয়েট মার্কেটিং বিগিনার এই কোর্স আপনার জন্য। কারণ এই কোর্সে আমি এমন কিছু টিপস, ট্রিকস ও এফিলিয়েট মার্কেটিং মার্কেটিং এর ফর্মুলা দেখিয়েছি যা একজন এক্সপার্ট কে হেল্প করবে আরও এক্সপার্ট হতে ও আরও বেশী আয় করতে আর একজন বিগিনার কে হেল্প করতে এই পথে তার যাত্রা শুরু করতে। আর একজন নতুন যে সিদ্ধান্ত নিতে পারছেনা সে কি এফিলিয়েট মার্কেটিং করবে নাকি অন্য কিছু বা এফিলিয়েট মার্কেটিং তার জন্য কতটুকু সহজ হবে এই কোর্স হতে পারে তাদের সেই সব প্রশ্নের উত্তর।
তার থেকেও বড় কথা হল, এই কোর্সের ফি মাত্র – ১০০০ টাকা তবে সীমিত সময়ের জন্য ৫০০ টাকা করা হয়েছে যাতে যে কোন ব্যাক্তি এই কোর্সে এ অংশগ্রহন করতে পারে।
এখন প্রশ্ন হল এই কোর্সে আপনি কি কি শিখতে পারবেন?
১। নিজের ফেসবুক প্রোফাইল ব্যবহার করে কিভাবে টার্গেটেড ট্রাফিক জেনেরেট করবেন।
২। ফেসবুক গ্রুপ ব্যবহার করে কিভাবে আয় করবেন
৩। ফেসবুক পেজ ব্যবহার করে কিভাবে আয় করবেন
৪। ইন্সটাগ্রাম ব্যবহার করে কিভাবে আয় করবেন
৫। কিভাবে এফিলিয়েট অফার পছন্দ করবেন
৬। কিভাবে অপ্ট-ইন পেজ বানাবেন
৭। কিভাবে ইমেইল অটোরেস্পন্ডার সেট আপ করবেন
৮। কিভাবে এই পেইড মার্কেটিং করে আয় করবেন
৯। কিভাবে ট্রেকিং করবেন
১০। কিভাবে ডোমেইন হোস্টিং কিনবেন ও ওয়ার্ডপ্রেস ইন্সটল করবেন
এই কোর্সের সাথে আপনি কি কি পাবেন?
১। ১০০+ সিপিএ এফিলিয়েট মার্কেটিং এর লেন্ডিং পেজ
২। ফেসবুক গ্রুপ এ লাইফ টাইম সাপোর্ট
৩। নতুন কিছু আসলে সে অনুযায় কোর্স আপডেট
কোর্স শুরু হবে আগামি ১ সেপ্টেম্বর থেকে – ইন শা আল্লাহ…
কোর্স ফি ১০০০ টাকা তবে এই মাসের মধ্যে যারা ভর্তি হবেন তাদের জন্য শুধুমাত্র ৫০০ টাকা।
কোর্স এর জন্য টাকা পাঠিয়ে নিচের দেয়া লিংক এ ক্লিক দিয়ে আপনি আপনার বিকাশ/নগদ/রকেট যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন সেটা উল্লেখ করে দিন…
ক্লিক করুন এডমিশন কনফার্ম করতে
Course Features
- Lectures 5
- Quizzes 0
- Duration 11 hours
- Skill level All levels
- Language বাংলা
- Students 461
- Certificate No
- Assessments Yes