Overview
আসসালামুয়ালাইকুম,
আপনি কি সি পি এ মার্কেটিং করে আয় করতে চান? অথবা আপনি অনেক দিন থেকে সি পি এ নিয়ে লেগে আছেন, কিন্তু সফল হতে পারছেননা?
তাহলে, এই কোর্স টি আপনার জন্য। আমি চাইলে এই কোর্স কে ফ্রি তে না দিয়ে কমপক্ষে ২-৩ হাজার টাকা কোর্স ফি নিতে পারতাম, কিন্তু আমি তা করিনি, তার কারন কি আপনি জানেন? কারন আমি চাই আপনি আয় করুন, আয় করতে শিখুন, কিভাবে আয় করতে হয় তা জানুন।
তাহলে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, এই কোর্স করলেই কি আমি আয় করতে পারবো? আসলে এই কোর্স করলে আপনি আয় করতে পারবেন কিনা, তার কোন গ্যারান্টি আমি দিবনা, বা দেয়ার দরকার ও নেই, কারন কি জানেন? অনেকে কোন পড়াশুনা না করেই সফল, আবার অনেকে অনেক পড়াশুনা করে ও ব্যার্থ, বা একটা চাকরির জন্য রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়।
অনেকে কোন কোর্স না করেও অনেক ভালো ভালো জায়গায় জব করে বা গুগল, মাইক্রোসফট এর মত প্রতিষ্ঠানে জব করে, আবার অনেকে অনেক নামি দামি ইউনিভার্সিটি থেকে ও ডিগ্রী নিয়ে ছোট খাটো প্রতিষ্ঠানে জব পাইনা। তাহলে চিন্তা করুন, কখন, কিভাবে, কথায় কার রাস্তা আল্লাহ পরিবর্তন করে দিবেন, তা শুধু তিনি ই জানেন, তাহলে আমাদের কাজ কি শুধু আল্লাহ দেয়ার অপেক্ষায় বসে থাকা? না, আমাদের কাজ হল, সব দিক থেকে মন প্রান ও নিজের সর্বোচ্চ টা দিয়ে চেষ্টা করে যাওয়া, তাইনা? হ্যা, তাই।
তাই এই কোর্স টা এমন একটা কোর্স যা হয়ত, আপানাকে কোন ভাবে সাহায্য করতেও পারে, বা আপনার কাজে লাগতেও পারে। তাই আর দেড়ি না করে এখনি কোর্স টি তে জয়েন করে ফেলুন, মাত্র ১-২ ঘন্টার একটি কোর্স। শুধু কোর্স শেষ করে বসে থাকলেই হবেনা, আপনাকে অনেক বেশী কাজ করতে হবে, যা শিখবেন সেভাবে কাজ করতে হবে, সফল না হওয়া পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে হবে। তাই, নিজেই নিজের সাথে প্রতিজ্ঞা করুন, যে আমি যা শিখবো তাকে কাজে লাগাবোই, সফল না হওয়া পর্যন্ত কাজ করেই যাবো, যা যা করতে হয় সবই করবো – ইন শা আল্লাহ।
Course Features
- Lectures 13
- Quizzes 0
- Duration 2 hours
- Skill level All levels
- Language English
- Students 1064
- Certificate No
- Assessments Yes