একজন অনলাইন সেলস এক্সপার্ট ও ডিজিটাল মার্কেটার। আমি ২০০৯ সাল থেকে অনলাইনে কাজ করা শুরু করি, তবে মুটামুটি ভাবে অনলাইনে আয় শুরু করি ২০১২ সাল থেকে একজন SEO এক্সপার্ট হিসাবে।
সর্বপ্রথম কাজ পায় ২০১২ সালে Upwork এ একজন আমেরিকান ক্লায়েন্ট এর জন। আলহামদুলিল্লাহ, সে থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি, তবে প্রতিদন, প্রতিনিয়ত যুদ্ধ করছি জীবনের সাথে আরও ভালো কিছু শিখার জন্য, আরও ভালো কিছু আপনাদেরকে দেয়ার জন্য। প্রতিদিন শিখছি নতুন কিছু, প্রতিদিন পড়ছি, জানছি নতুন কিছু। আর সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা চালিয়ে যাচ্ছি ভিডিও ও লিখা লেখির মাধ্যমে।
আপনি যদি প্রতিদিন নতুন নতুন কিছু শিখতে চান, তাহলে আপনি আমার এই ওয়েবসাইট টি প্রতিদিন ভিসিট করতে পারেন, Coders Heaven IT নামে YouTube এ সার্চ করে প্রতিদিন আমার ভিডিও গুল দেখে অনলাইন এ সহজে আয় করতে পারেন।