Back

Coders-Heaven.com আপনাকে সব সময় আপনাকে এগিয়ে রাখতে বধ্য পরিকর। তাই প্রতিনিয়ত, প্রতিদিন বিভিন্ন ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে নতুন নতুন কোর্স, টুলস, বই, ল্যান্ডিং পেজ, সাপোর্ট বা গাইডলাইন দিয়ে আপনাকে সাহায্য করতে যাতে আপনি খুব সহজে অনলাইনে আয় করতে পারেন।

আমাদের প্রতিটা কোর্স, টুলস, ল্যান্ডিং পেজ, বই বা পরামর্শ আপনাকে অনলাইনে আয় করতে সাহায্য করার কথা মাথাই রেখেই তৈরি করা হচ্ছে বা হয়েছে। কারণ আমরা চাই আপনি অনলাইনে সহজে আয় করুন, কারণ আপনি আয় করতে পারলে আপনার পরিবারের লাভ, সমাজের লাভ, দেশের লাভ সর্বোপরি আপনারি লাভ। তাই প্রতিটা কোর্স, টুলস, ল্যান্ডিং পেজ, বই এমন ভাবে করা হয়েছে যাতে সেতা আপনার অনলাইন কাজের সহায়ক হয়, আপনাকে যাতে এগিয়ে রাখে অনলাইনে খুব তারাতারি সফল হতে।

তবে আমরা এই ডিসক্লেইমার পেজের মাধ্যমে আপনাদেরকে এটা জানিয়ে দিচ্ছি যে, আপনি যদি আমাদের কোন ভিডিও, অডিও, টিউটোরিয়াল, বই, টুলস, সফটওয়ার, ওয়েবসাইট লিংক, এফিলিয়েট লিংক, সাপোর্ট আমাদের ওয়েবসাইটে বা আমাদের অফিসে কোন কিছুতেই আমরা গ্যারেন্টি, ওয়ারেন্টি, বা আয় করার নিশ্চয়তা দিচ্ছিনা যে আমাদের কোন কিছু ব্যাবহার করে আপনি নিশ্চিত ভাবে এত টাকা আয় করতে পারবেন, অথবা আমাদের কোর্স করলেই আপনি নিশ্চিত প্রতিমাসে বা প্রতিদিন আয় করবেন বা আপনি সফল হতে পারবেন।

আমি এই প্রতিষ্ঠানের একজন কর্নধার হয়ে আমি এটার থেকে সম্পূর্ণ দায় মুক্ত। তাই আমার প্রতিষ্ঠানের নামে কেও যদি আপনাকে ধোঁকা দেয় সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। অথবা আমার প্রতিষ্ঠানের কেও যদি আপনাকে আশ্বাস দেয় বা কোন বিষয়ের বা আয় করার উপরে নিশ্চয়তা দেয় সেটাও ১০০% ফেক বা মিথ্যা, বা সেটার ও কোন দায় Coders Heaven নেয়না বা নিবেনা। তাই আমাদের কোর্স, বই, টুলস, বা যে কোন কিছুই আপনাকে কোন বিষয়ে নিশ্চয়তা দেয়না, দিচ্ছেনা বা দিবেনা,তাই নিজ দায়িত্বে জেনে শুনে পড়ে নিশ্চিত হয়ে আমাদের কোর্স, টুলস, বা ওয়েবসাইট, বা সফটওয়্যার বা বই সমূহ কিনবেন।

সবার আগে Coders Heaven কে প্রাধান্য দেওয়ার জন্য । এই একটি মাত্র ওয়েবসাইট যদি আপনি প্রতিদিন ব্যবহার করতে পারেন, তাহলে অনলাইনে আয় করে সফল হওয়ার জন্য একটি মাত্র ওয়েবসাইট যথেষ্ট ।
আপনি এই সাইট থেকে লাইফ চেঞ্জিং কোর্স, বই, রিসোর্সসমূহ কিনতে পারেন খুব সহজেই আপনি বিকাশ, রকেট, ক্রেডিট কার্ড ও নগদ সহ আরো অন্যান্য সার্ভিস ব্যবহার করে ।
এই ওয়েবসাইটে ব্যবহার করা সমস্ত কোর্স, তথ্য-উপাত্ত ও সমস্ত কিছু আমাদের নিজস্ব, তাতে অন্য কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোন তথ্য তাদের অনুমতি ছাড়া ব্যবহার করা হয়নি আরে এই ওয়েবসাইটের সমস্ত তথ্য, কোর্স, বই, বা অন্য কোন কিছু নিজের বলে চালাতে পারবেন না ।
চালালে ১০০% আইনত দণ্ডনীয় অপরাধ এই ওয়েবসাইটের কোন কিছু যদি আপনি আপনার বলে চালান বা ডাউনলোড করে অন্য কারো সাথে শেয়ার করা দন্ডনীয় অপরাধ । আর এই ওয়েবসাইট এর পক্ষ থেকে ও আমাদের অফিসের সদস্য এর পক্ষ থেকে কোন আর্নিং গ্যারান্টি দেওয়া হয় না ।
ধন্যবাদ