ফেইসবুক এড পলিসি শিখে আপনিও একজন ফেইসবুক এড এক্সপার্ট হয়ে মার্কেটপ্লেসে কাজ করতে পারবেন – পর্ব ১
আপনি কি একজন ডিজিটাল মার্কেটার, বা ইকমার্স ব্যবসায়ী বা সিপিএ এফিলিয়েট মার্কেটার বা আপনার কোন সেবা, পণ্য বা সার্ভিস ফেইসবুকে প্রমোট করেন?
আর প্রমোট করতে যেয়ে দুই একদিন এড রান করার পরে হঠাৎ দেখলেন আপনার এড একাউন্ট সাসপেন্ড বা ডিজেইবল হয়ে গেছে? এখন মাথাই হাত কিভাবে কি করবেন বুঝতে পারছেন না? বা কি কারণে আপনার একাউন্ট টি সাসপেন্ড হয়েছে তাও বুঝতে পারছেন না?
চিন্তার কারন নেই, মাত্র ৩ মিনিট সময় দিয়ে এই লিখা টি পড়ুন আশা করি জানতে পারবেন কেন আপনার একাউন্ট টি সাসপেন্ড হয়েছে আর আর কিভাবে কি করলে ভবিষ্যতে আর কোন দিন একাউন্ট সাসপেন্ড হবেনা।
তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক।
আসলে ফেইসবুক খুবই সেন্সেটিভ তাদের এড পলিসি এর ব্যাপারে। তাই খুবই সাবধানতার সাথে আপনাকে ফেইসবুক এড ব্যবহার করতে হবে। তাদের এড পলিসি সম্পর্কে খুব ভালো ধারনা রাখতে হবে যাতে করে আপনার এড, ইমেজ, ভিডিও, প্রোডাক্ট বা ল্যান্ডিং পেইজ কোন ভাবেই তাদের কোন এড পলিসি ভঙ্গ না করে।
১। একাউন্ট ওয়ার্মআপঃ
সর্বপ্রথম আপনি একজন নতুন মার্কেটার হিসাবে যেমন অনেক কিছুই জানেন না, বুঝেন না, ঠিক একি ভাবে ফেইসবুকে আপনি যখন কোন এড দেন তখন ফেইসবুক এলগরিদম ও আপনাকে চিনেনা, আপনার ব্যবসা, পণ্য, সার্ভিস, কোন কিছু সম্পর্কে কিছুই জানেনা ফেইসবুক, এমন কি আপনি যাদের কে টার্গেট করে এড দিচ্ছেন, মানে আপনার সম্ভাব্য কাস্টোমার তারাও এখন ও আপনাকে চিনেনা, আর আপনি যখন রাতারাতি বড় লোক হওয়ার নেশায় ২০-৩০ ডলার ডেইলি বাজেট রেখে যখন কোন এড দেন ফেইসবুকের তখন সন্দেহ লাগে আপনার উপরে ও আপনার ব্যবসার উপরে, আর যখনই সন্দেহ তখনই একশান। সাথে সাথে আপনার একাউন্ট ডিজেবল করে দেয়া হয়। তার মানে আপনি বেশী লাফিয়েছেন এবার একটু থামেন। তাই শুরু দিকে নতুন হিসাবে বেশী লাফালাফি না করে জাস্ট আপনার একাউন্টটি ওয়ার্ম আপ করুণ। তার মানে, প্রতিদিন ২-১ ডলার করে এংগেইজমেন্ট এড দিন। ফেইসবুক কে আপনার পেইজ, পণ্য, অফার, ল্যান্ডিং পেইজ সব কিছু সম্পর্কে জানার ও বুঝার চেনার একটু টাইম দিন। শুরুর দিকে কোন কনভার্সন এড দেয়া যাবেনা। বেশী বাজেটের এড দেয়া যাবেনা। এমন কিছু নিস বা ক্যাটাগরি আছে যা ফেইসবুকে রেস্ট্রিক্টেড। এই টাইপের কোন ক্যাটাগরি বা পণ্যের এড দেয়া যাবেনা। ভালো মানের মানে, কোয়ালিটিফুল ওয়েবসাইট বা ল্যান্ডিং পেইজ দিয়ে এড দিতে হবে। এমন কোন এড দেয়া যাবেনা যেটা রিজেক্টেড হতে পারে, তাহলে আপনার স্কোর কমতে থাকবে আর এভাবে করে আপনার কোয়ালিটি স্কোর কমতে কমতে যখন ই শূন্যের ঘরে পৌছাবে তখনই আপনার একাউন্টটি ডিজেবল বা সাসপেন্ড হয়ে যাবে। এখন হয়ত আপনার মনে প্রশ্ন আসতে পারে, আপনি আপনার একাউন্টের কোয়ালিটি স্কোর কিভাবে চেক করবেন, তাই তো? চিন্তার কোন কারণ নেই, এই লিংক এ ক্লিক করে আপনি আপনার একাউন্ট এর কোয়ালিটি স্কোর ও যাবতীয় সমস্যা সমূহ দেখতে পারবেন। চেক একাউন্ট কোয়ালিটি >
২। পার্সোনাল এট্রিবিউটঃ
ফেইসবুক এড এর ক্ষেত্রে এমন কিছু বিষয় আছে যা সবার জন্য কনফিউশন তৈরি করে। তার মধ্যে অন্যতম একটা ব্যাপার হচ্ছে পার্সোনাল এট্রিবিউট বা ব্যাক্তিগত গুণাবলি সম্পর্কিত এড। যা ফেইসবুকে সম্পুর্ন নিষিদ্ধ। যেমন আপনি কোন এড এর মধ্যে সরাসরি বা ইঙ্গিতপুর্ন ভাবে কারো জাতি, গোষ্ঠী, ধর্ম, বর্ণ, বয়স, তার সেক্সোয়াল চাহিদা, কারো শারীরিক অক্ষমতা, মেন্টাল সমস্যা, কারো অর্থনৈতিক অক্ষমতা, ক্রিমিনাল রেকর্ড, বা কারো স্পষ্ট নাম উচ্চারন করে কিছু বলা এটা ফেইসবুক এড এর সম্পুর্ন পরিপন্থী। আর আপনি যদি এমন এড দেন, তাহলে সাথে সাথে কোন পুর্ব নোটিস ছাড়াই আপনার একাউন্ট বন্ধ করে দিবে ফেইসবুক এড কর্তৃপক্ষ। তার কিছু উদাহরন আমি নিচে তুলে ধরলাম।
==> এই ধরনের এড দেয়া বৈধ –
- এমন এড যে এড এর মধ্যে আপনি আপনার পণ্য বা সার্ভিস নিয়ে কথা বলছেন বা সেটার গুনাগুন বর্ননা করছেন বা দেখাচ্ছেন এমন এড।
- যে এড এর মধ্যে আপনি “You/Your/Yours/Other” এমন ওয়ার্ড গুলো ব্যবহার করছেন কারো ব্যাক্তিগত গুনাগুন বা বর্ননা দেয়ার জন্য নয় এমন এড।
==> এই ধরনের এড দেয়া বৈধ নয় –
- যে এড এর মধ্যে আপনি কোন ব্যাক্তি, গোষ্ঠী বা জাতিকে নিয়ে বা তাদের কে উল্লখ করে বা তাদের দোষ ত্রুতি বা গুন বর্ননা করে এড দিচ্ছেন এমন এড দেয়া বৈধ নয় ফেইসবুকে।
- যে এড এর মধ্যে আপনি “You/Your/Yours/Other/Others” এমন শব্দ গুলো উচ্চারন করে ব্যাক্তিগত গুনাগুন প্রকাশ করে কথা বলছেন এমন এড দেয়া বৈধ নয়।
(যেভাবে এড লিখা বৈধ সেটা সবুজে রঙে ঠিক মার্ক করা আর যেটা অবৈধ সেটা লাল রঙে ক্রস মার্ক করা।)
– জাতি ও গোষ্ঠী নিয়ে আপনার এড কেমন লিখতে পারবেন আর কেমন লিখতে পারবেন না সেটা দেখুন নিচের স্ক্রিনশটে।
– ধর্ম নিয়ে আপনার এড কেমন লিখতে পারবেন আর কেমন লিখতে পারবেন না সেটা দেখুন নিচের স্ক্রিনশটে।
– বয়স নিয়ে আপনার এড কেমন লিখতে পারবেন আর কেমন লিখতে পারবেন না সেটা দেখুন নিচের স্ক্রিনশটে।
– যৌন চাহিদা ও যৌন চর্চা নিয়ে আপনি কেমন এড দিতে পারবেন আর কেমন এড দিতে পারবেননা সেটা দেখুন নিচের স্ক্রিনশটে।
– লিঙ্গ পরিচিতি নিয়ে আপনি কেমন এড দিতে পারবেন আর কেমন এড দিতে পারবেননা সেটা দেখুন নিচের স্ক্রিনশটে।
– শারীরিক ও মানসিক স্বাস্থ্য বা অক্ষমতা নিয়ে আপনি কেমন এড দিতে পারবেন আর কেমন এড দিতে পারবেননা সেটা দেখুন নিচের স্ক্রিনশটে।
– দূর্বল আর্থিক অবস্থা বা অর্থনৈতিক অবস্থার ব্যাপারে আপনি কেমন এড দিতে পারবেন আর কেমন এড দিতে পারবেননা সেটা দেখুন নিচের স্ক্রিনশটে।
– মানুষের ভোটের অধিকার নিয়ে কেমন এড আপনি দিতে পারবেন আর কেমন দিতে পারবেন না তার স্ক্রিনশট।
– কোন বাণিজ্যিক ইউনিয়ের মেম্বার পদপ্রার্থি হিসাবে কেমন এড আপনি দিতে পারবেন আর কেমন দিতে পারবেন না তার স্ক্রিনশট।
– ক্রিমিনাল রেকর্ডস নিয়ে আপনি কেমন এড আপনি দিতে পারবেন আর কেমন দিতে পারবেন না তার স্ক্রিনশট।
– কারো নাম দিয়ে কেমন এড আপনি দিতে পারবেন আর কেমন দিতে পারবেন না তার স্ক্রিনশট।
৩। এডাল্ট কন্টেন্টঃ
আপনার ফেইসবুক এড কোন ভাবেই এডাল্ট কন্টেন্ট প্রমোট করতে পারবেনা, নিষিদ্ধ। যেমন উলঙ্গ ছবি বা ভিডিও, এমন পসিশনে ছবি বা ভিডিও যা দেখতে এডাল্ট বা সেক্সুয়ালিটি প্রকাশ করে, এই ধরনের এড দেয়া যাবেনা।
– নিচের স্ক্রিনশটটি সেক্সুয়ালি সাজেস্টেড ছবি অর্থাৎ যে ছবির মাধ্যমে উদ্দেশ্য হল সেক্সুয়ালিটির বহির প্রকাশ করা সরাসরি বা ইঙ্গিতে।
এবার উপরের প্রথম ছবিটি খেয়াল করুণ এটাতে সে নিউডিটি প্রকাশ করছে তাই এমন ছবি দেয়া যাবেনা।
এবার দ্বিতীয় ও তৃতীয় ছবিটি খেয়াল করুণ এই ছবিটি সেক্সুয়ালি সাজেস্টিভ ছবি, অর্থাৎ এমন ভাবে পোসটা দেয়ার জন্য আর সেটাতে উত্তেজনাপুর্নতা ভাবটা বুঝানোর জন্যই ছবিটি এমন ভাবে তোলা হয়েছে, এমন ছবি ব্যবহার করা যাবেনা।
যৌনতা প্রকাশ করে বা বুঝায় এমন ছবি ও ব্যবহার করা যাবেনা। যেমন নিচের স্ক্রিন শট টা খেয়াল করুণ –
প্রথম ছবিটি যৌন উত্তেজক বা যৌন চাহিদা বৃদ্ধি করে বা মানুষের কামনা জাগ্রত করে এমন ছবি, তাই এই ধরনের কোন ছবি আপনার এড এর মধ্যে ব্যবহার করা যাবেনা।
দ্বিতীয় ছবিটি ও যৌনতা কে উদ্দেশ্য করেই তোলা হয়েছে, তাই এই ধরনের কোন ছবি ও ব্যবহার করা যাবেনা।
তৃতীয় ছবিটি প্রাকৃতিক ভাবে যৌন মিলন সম্পর্কিত ছবি, এই ধরনের ছবিও ব্যবহার করা যাবেনা।
কিন্তু এই ধরনের ছবি ব্যবহার করা যাবে, কারণ এখানে কোন যৌনতা প্রকাশ করা হচ্ছেনা, বরং এটি একটি মুর্তি বা স্টাচু।
৪। ফেইসবুক ও ইন্সটাগ্রাম এর ব্র্যান্ড নামঃ
ফেইসবুকে এড দিতে গেলে আমরা অনেক সময় ফেইসবুক ও ইন্সটাগ্রাম সহ মেটার অনেক প্রোডাক্ট, সার্ভিস বা পণ্য যেমন ফেইসবুক পেজ, গ্রুপ, ইভেন্ট ও বিভিন্ন সাইট সহ অনেক কিছুর নাম উল্লেখ করে থাকি আমাদের এড মধ্যে, এই ব্যাপারে আমাদের সতর্ক থাকবে হবে।
আপনি আপনার এড এর মধ্যে ফেইসবুক বা ইন্সটাগ্রাম এর নাম উল্লেখ করতে পারবেন সীমিত পরিসরে শুধুমাত্র আপনার এড এর লক্ষ্য উদ্দেশ্য এটা বুঝানোর ক্ষেত্রে আপনি তা উল্লেখ করতে পারেন কিছু নিয়ম ফলো করার মাধ্যমে।
যেমন কোন ভাবেই আপনার এড এমন যেন যা বুঝায় যে আপনি ফেইসবুক বা ইন্সটাগ্রাম বা মেটার কোন অংশীদার, অথবা আপনার এডটি মেটার কোন ব্র্যান্ড এর সাথে সম্পর্কিত। তাই এডের মধ্যে যখন ফেইসবুক বা ইন্সটাগ্রাম এর নাম ব্যবহার করবেন তখন অবশ্যই খেয়াল রাখতে হবে যেন কোন ভাবেই যেন ফন্ট, ফন্ট স্টাইল, ফন্ট সাইজ, কালার, লোগো, ডিজাইন, স্পেশিয়াল কোন ইফেক্ট বা এনিমেশন না আসে যেটার দ্বারা তাদের ব্র্যান্ডের অরিজিনালিটি নষ্ট হয়। আরও ভালো ভাবে বুঝতে নিচের স্ক্রিন শট টি দেখুন।
– Facebook এই শব্দ টি আপনি আপনার এড মধ্যে ব্যবহার করতে পারবেন তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন এটার ফন্ট সাইজ ও স্টাইল পরিবর্তন হয়ে যা যায়।
– Facebook এই শব্দ টি অবশ্যই ক্যাপিটালাইজ করতে হবে আপনাকে, মানে এটার প্রথম অক্ষর টি যেন বড় হাতের হয় সে ব্যাপারে খেয়াল রাখতে হবে।
– Facebook এই শব্দ টিকে আপনি বহুবচন করতে পারবেন না, বা এটির শর্ট ফর্ম ও ব্যবহার করতে পারবেন না বা এটিকে ক্রিয়া বাচক ও বানাতে পারবেন না।
– আবার চালাকি করে ফেইসবুকের লোগো এর যে এফ আছে সেটা ও ব্যবহার করতে পারবেন না।
আশা করি এখন আপনার কাছে অনেকটা পরিষ্কার পার্সোনাল এট্রিবিউট কি আর পার্সোনাল এট্রিবিউট এর ফেইসবুক এড গুলো কেমন হতে পারবে ও কেমন হতে পারবেনা। এর ব্যাতিক্রম করলে আপনার এড একাউন্ট পার্মানেন্টলি ডিজেবল করে দেয়া হবে। তাই উপরের লিখা গুলো ও স্ক্রিনশট গুলো যদি ভালো করে পড়েন আর সেভাবে প্রেক্টিস করেন তাহলে আপনি আজীবন আপনার ফেইসবুক এড একাউন্টি ব্যবহার করতে পারবেন কোন ধরনের সমস্যা ছাড়াই।
আর আপনি যদি ফেইসবুক এড এক্সপার্ট হন, তাহলে মনে রাখবেন আপনার জন্য টাকার অভাব হবেনা, কারণ এই ফেইসবুক দিয়ে আপনি আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার সহ অন্যান্য মার্কেটপ্লেস গুলোতে বায়ার এর কাজ করে অনেক টাকা আয় করতে পারবেন। এ ছাড়া ও আপনি এফিলিয়েট অফার, ড্রপশিপিং, ইকমার্স ব্যবসা সহ আপনি যে কোন ধরনের ব্যবসা কে সারা বিশ্বব্যাপি আপনি ছড়িয়ে দিতে পারবেন আর আয় করতে পারবেন।
এটা হল আমাদের ফেইসবুক এড দিয়ে মাত্র প্রথম পর্ব, এ ছাড়াও ফেইসবুকে এড এর আরও অনেক অনেক এড পলিসি আছে, সেই সব নিয়ে ও আমি লিখব – ইন শা আল্লাহ। তাই এই ব্লগ টি প্রতিদিন ভিসিট করুণ, আমাদের ইউটিউব চ্যানেল টি সাবস্ক্রাইব করুণ, অনেক ভালো কিছু পাবেন আশা করি – ইন শা আল্লাহ।আপনি যদি একজন এফিলিয়েট মার্কেটার হতে চান, তাহলে শুরু করতে পারেন আমাদের ৩ দিনের এই এফিলিয়েট চ্যালেঞ্জ কোর্স টি দিয়ে > ক্লিক করুণ এই কোর্সটি সম্পর্কে আরও জানতে >>